রামপাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল সদর উপজেলার ফায়ার সার্ভিসের পাশেই অবস্থিত।বর্তমান সরকারের ১০০ টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের আওতায় ১.৫ একর ভূমির উপর ৫ তলা একাডেমিক ভবন, ৪ তলা প্রশাসনিক ভবন ও একটি সার্ভিস সেন্টার নিয়ে সুন্দর ও মনোরম পরিবেশে দৃষ্টি নন্দন এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে।
৬ষ্ঠ থেকে নবম শ্রেণিতে জে এস সি (ভোকেশনাল) ও এস এস সি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ছাত্র ছাত্রী ভর্তি করার কাজ চালু হয়েছে।ট্রেড সমূহ হলঃ-
১. ফার্ম মেশিনারী
২. প্লাম্বিং এ্যান্ড পাইপ ফিটিং
৩. রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশনিং
৪. অটো মোবাইল এ্যান্ড অটো ইলেক্ট্রিক বেসিকস
পর্যায়ক্রমে এখানে এইচ এস সি (ভোকেশনাল ) শাখায়ও শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
এ এলাকার ভবিষ্যত প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে অত্র প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস