সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-রামপালের বাসে মাওয়া ফেরি ঘাট পার হয়ে সোজা রামপাল উপজেলা পরিষদ।
খুলনা থেকে খুলনা- রামপালের বাসে খুলনা-মোংলা জাতীয় মহাসড়ক পথে সোজা রামপাল উপজেলা পরিষদ।
বাগেরহাট থেকে বাসে কাটাখালী হয়ে খুলনা-মোংলা জাতীয় মহাসড়ক পথে সোজা রামপাল উপজেলা পরিষদ।
নদী পথে-
ঢাকা, খুলনা ও বাগেরহাট থেকে রামপাল উপজেলায় যাওয়া আসা ও মালামাল পরিবহন করা যায়।
বিঃদ্রঃ-রেলপথে রামপাল টিএসসির সহিত কোন যোগাযোগ নাই।
অবস্থান: রামপাল উপজেলা পরিষদ থেকে একটু পিছনে পাঁচ মিনিট দূরত্বে ফায়ার সার্ভিস ভবনের পাশেই রামপাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অবস্থিত। যোগাযোগের নাম্বার: ০১৭১৬ ৩৫৮৪ ০৬ (অধ্যক্ষ, রামপাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস